প্রকাশ পেল নস্যির কৌটো ছবির অফিসিয়াল ট্রেলর ও ছবির গান। বিগত ২৭ শে সেপ্টেম্বর ছবির সমস্ত কলাকুশলী দের উপস্থিতি তে সোল দ্য স্কাই লাউঞ্জে এই ছবির অফিসিয়াল ট্রেলর ও ছবির গান মুক্তি পায়। একটা পুরনো নস্যির কৌটো, আর সেটা ঘিরেই ঘটে যাওয়া নানান মজার ঘটনা নিয়ে তৈরী এই ছবির গল্প। নেক্সট আইডিইয়েশন এন্টারটেনমেন্ট ও এস জি এস এন্টারটেনমেন্ট প্রযোজিত, প্রফেসর রঞ্জন দাস নিবেদিত , রাজিব ঘোষ পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক সিং, লাবণী সরকার, বিশ্বনাথ বসু, ও রূপসা মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে দেখা যাবে জয় বদলানি, মধুমিতা চক্রবর্তী , অনিন্দিতা সরকার, শুভদীপ চক্রবর্তী প্রমুখ। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় দাস, অতিরিক্ত স্ক্রিপ্ট লিখেছেন সায়ক চক্রবর্তী।

ছবিটি কমেডির মোড়কে জীবনের গল্প শোনাতে আসছে দর্শকদের। ছবির জন্য প্রথম বার প্লে ব্যাক করেছেন লাবণী সরকার ও বেশ অনেক বছর পর ছবির গানে ফিরছেন খরাজ মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় রয়েছেন লিংকন রায় চৌধুরী।
কলকাতায় এম এন সি তে চাকরি করে সৌকর্য, নিজের কাকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গ্রামের বাড়ি ফেরে সে। সেখানেই ঠাকুরমার থেকে সে সন্ধান পায় তার প্রয়াত দাদুর একটি নস্যির কৌটোর। সেই কৌটো হাতে আসার থেকেই শুরু হয় গন্ডগোল। নস্যির কৌটো ঘিরে ঘটে নানান মজার ঘটনা। কিন্তু কি হয় তারপর? ম্যাজিক নস্যির প্রভাব থেকে কতদূর গড়ায় গল্প, সেই গল্পই শোনাবে নতুন এই ছবি।

ছবির বিষয়ে পরিচালক রাজিব ঘোষ বললেন, “এই ছবি সপরিবারে দেখার মতো একটি নির্ভেজাল পারিবারিক ছবি। যে দর্শক কমেডি পছন্দ করেন, পারিবারিক গল্প পছন্দ করেন, যে দর্শক থ্রিলার পছন্দ করেন, এমনকি যে দর্শক ভয়ের ছবি পছন্দ করেন, সকলে খুব উপভোগ করে এই ছবি দেখতে পারবে। আজ ট্রেলর ও ছবির গান মুক্তি পেল, আশা করি সকলে উপভোগ করবে।”