~ কোম্পানির নতুন অগমেন্টেড রিয়্যালিটি (AR) উদ্ভাবন লঞ্চের সাক্ষী থাকা বিশ্বের প্রথম বাজার হল ভারত,
আগামী দিনে সারা পৃথিবীর মায়েরা এই সুযোগ পাবেন
~ এই প্যাকেজিং মায়েদের উপাদান সম্পর্কে ১০০% স্বচ্ছতা দেয় এই ধরনের প্রথম AR প্রযুক্তির মাধ্যমে
~ সমস্ত প্রোডাক্ট সম্ভারে নতুন প্যাকেজিং লঞ্চ করা হল ‘ওনলি বেবী সেফ’ উপাদান সম্পর্কে সরলীকৃত বার্তা সমেত
মুম্বাই, ১৩ সেপ্টেম্বর ২০২৩ – শিশুদের ত্বকের পরিচর্যার পথপ্রদর্শক জনসন্স® বেবী তাদের ‘প্রমিস, পহলে পল সে’ স্লোগানটিকে বাস্তবায়িত করার দিকে এক বড় পদক্ষেপ নিল শিশুদের ত্বকের পরিচর্যার সমস্ত প্রোডাক্ট উপাদান সম্পর্কে ১০০% স্বচ্ছতা চালু করে। এই নতুন লঞ্চের মাধ্যমে জনসন্স® বেবী মায়েদের প্রোডাক্টের ভিতরে কী আছে, তা কতটা কাজের এবং বেবী সেফ উপাদানগুলোর প্রয়োজনীয়তা কী তা দেখার সুযোগ করে দিল। এই প্যাকেজিং বাবা-মায়েদের প্রোডাক্ট সম্পর্কে অবগত হয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং তাঁদের শিশুর জন্য সঠিক প্রোডাক্ট বেছে নেওয়ার ক্ষমতা দেবে।
জনসন্স® বেবী পৃথিবীতে এই প্রথম এক উদ্ভাবনীমূলক অগমেন্টেড রিয়্যালিটি (AR) লঞ্চ করল। এই প্রযুক্তি মায়েদের ১০০% বেবী সেফ উপাদান* সম্পর্কে আরও জানার এবং আবিষ্কার করার সুযোগ দেবে। মায়েরা যে কোনো শহরের একটা প্রধান খুচরো বিক্রয়কেন্দ্রে যেতে পারেন AR ব্যবহার করে রিয়েল টাইম ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা পাওয়ার জন্য, যাতে দেখা যাবে একটা জনসন্স® বেবী প্রোডাক্টের মধ্যে কী উপাদান থাকে এবং তার ভূমিকা কী? এই লঞ্চের মাধ্যমে ভারত বিশ্বের প্রথম বাজার হয়ে দাঁড়াল যেখানে জনসন্স® বেবীর কয়েকটা প্রধান প্রোডাক্টে AR উদ্ভাবন দেখা গেল। এই ব্যবস্থা ক্রমে সারা পৃথিবীর বাজারের জন্যই করা হবে।
গত মাসে জনসন্স® বেবী লঞ্চ করেছিল তার সাম্প্রতিকতম মার্কেটিং ক্যাম্পেন ‘প্রমিস, পহলে পল সে’, যা ‘ডিজাইনড উইথ ওনলি (সির্ফ ঔর সির্ফ) বেবী সেফ ইনগ্রেডিয়েন্টস’ প্রোডাক্ট দিয়ে প্রথম দিন থেকে শিশুদের কোমল ত্বকের সুরক্ষার প্রতি এই ব্র্যান্ডের অবিচলিত দায়বদ্ধতা তুলে ধরে। কয়েক প্রজন্ম ধরে বাবা-মায়েদের সঙ্গে মিলে কাজ করা ব্র্যান্ড হিসাবে জনসন্স® বেবী শিশুকে প্রথম দিন থেকে রক্ষা করার ব্যাপারে তাঁরাও যে প্রতিশ্রুতি দেন তা বোঝে। জনসন্স® বেবীর AR উদ্ভাবনের মাধ্যমে ব্র্যান্ড মা ও বাবাদের সঙ্গে তাঁদের অভিভাবকত্বে যাত্রায় পা মেলাচ্ছে, যাতে তাঁরা শিশুর ত্বকের সুরক্ষার ব্যাপারে যথেষ্ট অবগত হয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
সবচেয়ে সুরক্ষিত শিশুদের প্রোডাক্ট তৈরি করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে জনসন্স® বেবী কয়েক দশকের জ্ঞান বিজ্ঞান ব্যবহার করে এক মজবুত ভিত তৈরি করেছে যাতে শিশুদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে শুধুমাত্র ‘বেবী সেফ’ উপাদান বেছে নেওয়া যায়। এই ব্র্যান্ড শিশুদের পরিচর্যার মান ক্রমাগত উঁচু করেছে শুধুমাত্র সবচেয়ে সুরক্ষিত উপাদানগুলো বেছে নিয়ে উন্নততর ফর্মুলা তৈরি করে। ব্যক্তিগত পরিচর্যা শিল্পে ব্যবহৃত উপাদানগুলোর মাত্র ২% জনসন্স® বেবীর মত শিশুদের পরিচর্যার প্রোডাক্টের আন্তর্জাতিক সুরক্ষা ও বিশুদ্ধতার মান রক্ষা করতে পারে। এর প্রোডাক্টগুলো কঠোর বৈজ্ঞানিক গবেষণা দ্বারা অনুমোদিত। ফর্মুলাগুলো পরীক্ষা করেছেন ডাক্তাররা (শিশুরোগ বিশেষজ্ঞ ও চর্মরোগ বিশেষজ্ঞ)। এতে তাঁরা প্যারাবেন, সালফেট, ডাই ইত্যাদি কোনো ‘ক্ষতিকর রাসায়নিক পদার্থ’ পাননি।

প্রোডাক্ট সম্পর্কে স্বচ্ছতা আনার সাম্প্রতিকতম প্রয়াস সম্পর্কে মনোজ গ্যাডগিল, বিজনেস ইউনিট হেড অ্যান্ড ভিপি মার্কেটিং – কেনভিউ বললেন “আমাদের নতুন উদ্যোগের শিকড় রয়েছে ক্রেতাদের থেকে পাওয়া গভীর মতামতে, যা ইঙ্গিত করে যে প্রত্যেক মা-ই চান তাঁর সেরাটা দিতে এবং শুধুমাত্র সবচেয়ে সুরক্ষিত প্রোডাক্টগুলো ব্যবহার করতে। তবে আমরা বুঝতে পেরেছি যে খুব কম মা-ই বুঝতে পারেন কী কী উপাদান প্রোডাক্টে থাকে এবং কোনগুলো বাচ্চার জন্যে সুরক্ষিত।”
জনসন্স® বেবীর কাছে এটা জরুরি যে বাবা-মায়েরা তাঁদের বাচ্চার ত্বকের জন্য যা বেছে নিচ্ছেন সে সম্পর্কে তাঁরা আত্মবিশ্বাসী। আমাদের বিশ্বাস এটা একমাত্র তখনই সম্ভব যখন তাঁরা সম্পূর্ণ স্বচ্ছতা ও তথ্য পাবেন। শিশুদের ত্বকের পরিচর্যায় পথপ্রদর্শক হিসাবে জনসন্স® বেবী বরাবর শিশুদের কোমল ত্বক সুরক্ষিত রাখার জন্য প্রোডাক্ট ডিজাইন করেছে। বাবা-মায়েদের বিশ্বাস আরও জোরদার করতে এবং তাঁদের শিশুদের প্রতি সবচেয়ে বড় প্রতিশ্রুতি পালন করায় সাহায্য করতে আমরা আমাদের প্যাকেজিং নিয়ে নতুন করে ভেবেছি এবং তাকে এক উদ্ভাবনীমূলক AR প্রযুক্তির সঙ্গে যুক্ত করেছি। এতে বাবা-মায়েরা সম্পূর্ণ স্বচ্ছতা পাবেন কারণ প্রোডাক্টে আমরা যে কার্যকরী উপাদানগুলো ব্যবহার করি এবং সেগুলো ব্যবহার করার পিছনে যে বিজ্ঞান আছে তা একেবারে জীবন্ত তুলে ধরা হবে তাঁদের চোখের সামনে।”
জনসন্স® বেবী একটা ডিজিটাল ফিল্ম লঞ্চ করেছে যা একদিকে বেবী সেফ উপাদানের প্রয়োজন সম্পর্কে মায়েদের বক্তব্য তুলে ধরে, অন্যদিকে জনসন্স® -এর সাম্প্রতিকতম প্যাকেজিং এবং AR প্রযুক্তির মাধ্যমে তাঁদের এক উন্নততর অভিজ্ঞতা জোগাতে ব্র্যান্ডের দায়বদ্ধতাও দেখায়। সচেতনতা গড়ে তুলতে এবং ক্রেতাদের সঙ্গে যুক্ত হতে ব্র্যান্ড হাতে কলমে পাওয়ার মত অভিজ্ঞতা জোগাচ্ছে AR প্রযুক্তির মাধ্যমে ভারত জুড়ে ২৫০০০ খুচরো বিক্রয়কেন্দ্রে। এই ব্র্যান্ড ইনফ্লুয়েন্সারদের সঙ্গে এবং মায়েদের গোষ্ঠীগুলোর সঙ্গে আদানপ্রদানমূলক সাক্ষাতের পরিকল্পনাও করছে যাতে তাঁদের সঙ্গে নতুন প্রযুক্তি ভাগ করে নেওয়া যায়। এতে তাঁদের ফলোয়াররা আত্মবিশ্বাসী হয়ে শিশুদের জন্য সবচেয়ে সুরক্ষিত বেবী প্রোডাক্ট বেছে নিতে পারবেন।
জনসন্স® বেবীর এই উদ্যোগ শিশুদের পরিচর্যায় এক নতুন যুগের সূচনা, যা আধুনিক বাবা-মায়েদের বদলাতে থাকা প্রয়োজনগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ। জনসন্স® বেবীর লক্ষ্য বাবা-মায়েরা যে তথ্য প্রয়োজন তা জুগিয়ে তাঁদের ক্ষমতাশালী করা, বিশ্বাসের ভিত গড়ে তোলা এবং এমন পরিচর্যা দেওয়া যা সারাজীবন চলে।
ডিজিটাল ফিল্মের লিঙ্ক: https://youtu.be/GoBNOPzsUz0