AOIWBCON_23

Date:


কোভিড পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আমাদের দেশেও নাক কান গলার সমস্যা বেড়ে গেছে। এর মূলে আছে দূষিত পরিবেশ। বাতাস ও শব্দ দূষণের ফলে ছোট থেকে বড় সকলেরই অ্যালার্জিজনিত হাঁচি, কাশির ঝুঁকি বাড়ছে। পঞ্চাশতম সম্মেলনে এই বিষয়ের ওপর জোর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা মত বিনিময় করবেন। ৬ – ৮ জানুয়ারি ২০২৩ এ কলকাতার স্বভূমিতে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী নাক কান গলার চিকিৎসকদের ৫০তম সম্মেলন AOIWBCON_23। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৭০০ জন নাক কান গলা বিশেষজ্ঞ এই সম্মেলনে তাঁদের মত বিনিময় করবেন। AOIWBCON_23 এর আয়োজন করেছেন অ্যাসোশিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা।
৫০ তম AOIWBCON_23 এর অরগানাইজিং সেক্রেটারি ডা দ্বৈপায়ন মুখার্জি জানালেন যে শহরাঞ্চলের বাতাসে মিশে থাকা পার্টিক্যুলেট ম্যাটার ও নানান ভাসমান কণার উপস্থিতিতে বাড়ছে এআর অর্থাৎ অ্যালার্জি রাইনাইটিসের ঝুঁকি। বাতাসে ভেসে থাকা পার্টিক্যুলেট ম্যাটারের সংস্পর্শে নাক ও শ্বাসনালীতে টাইপ -১ হাইপার সেনসিটিভিটির ফলে নাগাড়ে হাঁচি, সর্দি, কাশি ও পরবর্তীকালে ব্রঙ্কিয়াল হাইপাররেসপন্সিভনেস থেকে হাঁপানি ও সিওপিডির মত জটিল সমস্যার ঝুঁকি থাকে। শুরুতেই সতর্ক হলে জটিলতা এড়ানো যায়। এজন্য অবশ্যই জনসচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রয়োজন। ডা দ্বৈপায়ন মুখার্জি জানালেন যে এই গোন্ডেন জুবিলি কনফারেন্সের আগের দিন ৫ জানুয়ারি হেলথ ইউনিভার্সিটি ও আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষানবিশ ইএনটি চিকিৎসকদের জন্য হ্যান্ডস অন ক্যাডাভারিক ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। হাতে কলমে কান ও নাকের সার্জারি শেখাবেন সিনিয়র ইএনটি সার্জনরা। ইমিউনোথেরাপির সাহায্যে অ্যালার্জির সমস্যা সম্পূর্ন ভাবে সারিয়ে তোলা যায়।অ্যালার্জি ছাড়াও এখানে থাইরয়েড টিউমার, হেড & নেক ক্যানসারের মতো জটিল অসুখের অত্যাধুনিক চিকিৎসা ও নাক কান গলার বিভিন্ন অসুখের অত্যাধুনিক চিকিৎসা স্ন্মন্ধেও আলোচনা হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইএনটির চিকিৎসক উৎপল জানা, ডা দ্বৈপায়ণ মুখার্জি ডা স্নেহাশিস বর্মন, ডা সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডা দুলাল বসু, ডা এ এম সাহা প্রমুখ। অর্গাইনিজিং চেয়ারম্যান ডা বর্মণ সকলকে আগামী ৬ই জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইএনটি বিশেষজ্ঞ্রা ছাড়াও রাজ্য সরকারের মান্নীয় মন্ত্রীরাও উপস্থিত থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Dance to the music of a fragrant dalliance!

Tara Sutaria and Kartik Aryan Indulge in Playful Romance...

IIT Kharagpur partners with Jindal Stainless to execute R&D projects

Kolkata March 23, 2024: India’s premier educational institution IIT...

অর্ক ও মাহি অভিনীত লায়লা মিউজিক ভিডিও মুক্তি

শনিবারের বারবেলায় থাউজেন্ডলাইটস এর ব্যানারে সংস্থার নিজস্ব অফিসে সাংবাদিকদের...